
মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামের স্বর্গীয় যতীশ চক্রবর্ত্তী'র স্ত্রী নিভা রানী চক্রবর্ত্তী'র তৃতীয় মৃত্যবার্ষিকী আজ।
তিনি ২০২০ সালের (০২ আগষ্ট)আজকের এই দিনে, উচ্চ রক্তচাপ ,ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে মারা যান। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুবার্ষিকীতে বিদেহী আত্মার চির শান্তি কামনায় ধর্মীয় প্রার্থনা এবং ঘরোয়া কীর্তনের আয়োজন করা হয়েছে।
উল্লেখ: নিভা রানী চক্রবর্ত্তী, সরাইল উপজেলার একুশে টেলিভিশন (অনলাইন) দৈনিক আমার সংবাদ, দৈনিক কালবেলা এর উপজেলা প্রতিনিধি ও সরাইল উপজেলা প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক নারায়ন চক্রবর্ত্তী'র মা।
সম্পাদক ও প্রকাশক: মিহির কুমার দেব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: নাসিরনগর থানা রোড, ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল : ০১৭২৫-১০১১১১ । ওয়েব:nasirnagarerkhobor.com