মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ আগস্ট) আনুমানিক ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।
সরাইল থানা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা আনুমানিক ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক বাবুল হোসেন ও রুবেল আখন (নিরস্ত্র) সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো,সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের খন্দকার শফিকুর রহমানের ছেলে মোরশেদ আলম ওরফে আতিকুল (৩৮) অপরজন একই এলাকার তালিব হোসেনের ছেলে হাসান মিয়া (৩৪)।
সরাইল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।