শিরোনাম :
আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপের বার্ষিক দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত ১০ টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০, আটক ৬ আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ এর এডহক কমিটির সভাপতি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রনেতা আহসান উদ্দিন খাঁন শিপন উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন উপজেলা বিএনপি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী অজানা আবেগ শিরোনামে ব্রাহ্মণবাড়িয়ার ব্যতিক্রমী খুদে কবি সাকিবুল হাসান রাফি – চিত্রাংকন শিল্পী অ্যাডভোকেট মিনা সহকারি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োজিত হলেন। ঘুসের টাকা ফেরত দিলেন ইউনিয়ন ভূমি সহকারী বজলুল হক । বন্যাদুর্গতদের মাঝে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পাঠক ফোরামের ত্রান সামগ্রী বিতরণ
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

প্রদীপ কুমার রায় উপজেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়ালেন।

প্রতিনিধির নাম / ৩২১ বার
আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪

মিহির দেব ব্রাহ্মণবাড়িয়া ঃনাসিরনগর উপজেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়ালেন প্রদীপ রায়, আগামী ৮ মে নাসিরনগর উপজেলা পরিষদ নিবার্চনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়। তার প্রতীক ছিল দোয়াত-কলম।

আজ শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলা সদরে তার বাসায় সাংবাদিকদের জানান,অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য তিনি নির্বাচন করবেন না এবং নির্বাচন থেকে সরে গেছেন। তিনি বলেন আমার শারিরীক অসুস্থতার কারণে উন্নয়ত চিকিৎসা নেয়া প্রয়োজন।

সে জন্য ভোটারদের কাছে বিনীতভাবে দু:খ প্রকাশ করে বলেন ডাক্তারসহ পরিবার ও এলাকাবাসীর পরামর্শক্রমে আমি চলমান উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তবে আমি আমার আর্দশিক রাজনীতি থেকে সরে দাঁড়াবো না।

আপনারা আমার ডাকে সাড়া দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে ছিলেন তা এ জীবনে ভোলার মত না। আমার জন্য দোয়া করবেন দ্রুত চিকিৎসা নিয়ে আপনার কাছে সুস্থ হয়ে ফিরতে পারি। হায়াতে বেচেঁ থাকলে আবার দেখা হবে। আমার সকল ভোটার ও স্বজদের কাছ থেকে দোয়া চেয়ে নির্বাচনী কার্যক্রম থেকে বিদায় নিচ্ছি। উল্লেখ্য তিনি দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রচাররণার শুরু থেকে মাইকিং,পোস্টারিং,গণসংযোগ ও বিভিন্ন উঠান বৈঠক করছিলেন। গত ২৭ এপ্রিল শনিবার বিকালে উপজেলার চাপরতলা ইউনিয়নের বড়ইউড়ি গ্রামে উঠান বৈঠকে বক্তব্য দেয়ার সময় বুকে প্রচন্ড ব্যথা অনুভব হলে প্রথমে নাসিরনগর হাসপতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে ৫ দিন বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা শেষে বৃহস্পতিবার নিজ এলাকায় আসি এবং নিজের অসুস্থতা ও উন্নত চিকিৎসার জন্য এলাকাবাসীসহ পারিবারিক সিদ্ধান্তে নিবার্চন থেকে সরে দাঁড়ানোর কথা আজ দুপুরে সাংবাদিকদের জানান তিনি। তবে তিনি সরাসরি কোন প্রার্থীকে সমর্থন দেননি।


এ জাতীয় আরো সংবাদ