মিহির দেব ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর পুকুরপাড় এলাকা থেকে ০৮/০৭/২০২৪ইং তারিখে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করেন ।
নাসিরনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ২০৬ পিস ইয়াবাসহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন, বিপিএম-সেবা, নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রাকিবুল হাসান সরাইল সার্কেলের দিক-নির্দেশনায় এবং নাসিরনগর থানার অফিসার ইনচার্জ জনাব মো: সোহাগ রানা এর তত্ত্বাবধানে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এস.আই (নিরস্ত্র) মো: আনোয়ার হোসেন, এস আই (নিরস্ত্র) রুপন নাথ, এএসআই (নিরস্ত্র) মোশাররফ হোসেন, এএসআই (নিরস্ত্র) কামরুল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমান ১১:১৫ সময় নাসিরনগর থানা পুলিশ ১০ নং গোকর্ণ ইউনিয়নে নুরপুর গ্রামে জাহাঙ্গীর মিয়ার দোকানের সামনে হইতে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করেন । রুহেনা বেগম (২৮), স্বামী- জাহাঙ্গীর মিয়া, ২। জাহাঙ্গীর মিয়া(৩৫), পিতা- ফুলবাহার মেম্বার, উভয়সাং- নুরপুর (পুকুরপাড়), থেকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
অফিসার ইনচার্জ জনাব মো: সোহাগ রানা বলেন গোকর্ণ ইউনিয়নের অভিযান পরিচালনা করা হয়েছে পর্যক্রমের প্রত্যেকটি ইউনিয়নে অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাসিরনগর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হচ্ছে ।