নিজস্ব প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ঃ ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পাঠক ফোরামের উদ্যোগে আখাউড়া উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যায় আখাউড়া উপজেলায় ৩৫ টি গ্রামের ৫২০ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পাঠক ফোরাম ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের জন্য কিছু শুকনো খাবার ত্রান সামগ্রী পৌছে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা , মোহাম্মদ আজিজুর রহমান, আখাউড়া পৌরসভা প্রকৌশলী ফয়সাল আহমেদ খান , দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া) মিহির কুমার দেব, জেলা প্রতিনিধি সঞ্জীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন, মিনাস নবী খান, নুরে আলম ,সিরাজুল হক, ৬ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো:ইব্রাহিম মিয়া, সুজন, উল্লেখ্য যে সার্বিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি জন্য দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ড.আসাদুজ্জামান খান তিনি সার্বিক সহযোগিতায় ও দিক নির্দেশনায় ছিলেন। এবং ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী ইউনিভার্সেল মেডিকেল কলেজ ঢাকা, তিনি বলেন আমরা সবসময়ই মানবতার কাজগুলোতে অগ্রণী ভূমিকা রাখতে চাই,বন্যা পরবর্তী সময়ে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করবো।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী জানান, পানিবন্দী মানুষকে আশ্রয়ের জন্য কয়েকটি স্কুলে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্থ সেতু মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে।