মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া ঃ নাসিরনগর উপজেলা চাতলপাড় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়,জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে।
রোববার ১৫ ডিসেম্বর-বিকাল ৪-টায় উপজেলা চাতলপাড় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে,চাতলপাড় ডিগ্রি কলেজ মাঠে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। চাতলপাড় ইউনিয়ন বিএনপি সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে ও চাতলপাড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক,মোঃ আসাব মিয়ার সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপি’র সভাপতি এম.এ হান্নান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি মোঃ ইব্রাহীম ভূঁইয়া রেনু, বিএনপির সহ-সভাপতি এ.কে.এম খালেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম চকদার, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহে আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড. মোঃ আরাফাত উল্লাহ, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রমজান আলী, উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক তৌহিদুল আমিন, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক লিটন রায়, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জামাল মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদ চৌধুরী, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ আব্বাস মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম তাছাড়া বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড ও গ্রাম থেকে শত শত মানুষ মিছিলে মিছিলে জনসমাবেশ কলেজ মাঠে মিলিত হন,
সমাবেশে বক্তারা আগামীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত ও করেন।