জেলা প্রতিনিধি সঞ্জীব ভট্টাচার্য্য
গতকাল ৯ মার্চ রাত ১২ ঘটিকায় ,
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে
ডাউন মহানগর এক্সপ্রেস ট্রেনটি
৬২২৩ নাম্বার যার কোচ নং "ঝ"
ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশ করলেন লাইনচ্যুত হয়ে
বগি টি ডিসপ্লেস হয়ে যায়।
এতে যাত্রীদের আহত হওয়ার খবর পাওয়া যায়নি। গতকাল রাত থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ডাউন দিকে ট্রেন চলাচল
স্বাভাবিক হয়নি স্টেশন মাস্টার জানিয়েছেন তবে আপ লাইনে
স্বাভাবিক ট্রেন চলাচল করছে।
স্টেশন মাস্টারের কাছে, জানার চেষ্টা করলাম এই দুর্ঘটনার কারণ কি -,?
তিনি বললেন তদন্ত চলছে তদন্তের পর সব বেরিয়ে আসবে।
সম্পাদক ও প্রকাশক: মিহির কুমার দেব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: নাসিরনগর থানা রোড, ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল : ০১৭২৫-১০১১১১ । ওয়েব:nasirnagarerkhobor.com