হবিগঞ্জের লাখাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে ফরিদ মিয়া (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (২৮ জুলাই) ভোর ৪টায় উপজেলার সন্তোষপুর হাওর এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদ মিয়া ওই গ্রামের মৃত তায়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও ফরিদ বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যান। তার সঙ্গে আরও দুজন জেলে ছিল। সে হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যায়। তার দুই সঙ্গী পানিতে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান পায়নি। পরে খবর পেয়ে স্থানীয়রাও খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে লাখাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল ডুবরি দল উদ্ধার অভিযানে নামেন। তারাও খুঁজে পাননি।
এ বিষয়ে লাখাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, ৪ ঘণ্টারও অধিক সময় আমাদের ডুবরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। নৌকায় যারা ছিল তারা নির্দিষ্ট জায়গার নাম বলতে পারেনি। সেজন্য সন্ধান পেতে দেরি হচ্ছে। আমাদের উদ্ধার অভিযান আবারও শুরু করার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মিহির কুমার দেব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: নাসিরনগর থানা রোড, ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল : ০১৭২৫-১০১১১১ । ওয়েব:nasirnagarerkhobor.com