মিহির দেব ব্রাহ্মণবাড়িয়া ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুড়িকাঘাতে খুনের শিকার হয়েছেন মোস্তফা কামাল নামে একজন ব্যবসায়ী।
মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী মোস্তফা কামাল কালিকচ্ছ নন্দীপাড়া গ্রামের সাবেক বিডিআর সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মমিন মিয়ার ছেলে।
নিহতের ভাই আবু বক্কর জানান , মোস্তফা কামাল রাতে নিজ ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির কাছেই রাস্তায় কে বা কারা তাঁকে মাথায় ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে সাথে থাকা বিকাশের নগদ অর্থ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে একজন পথচারী তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পরে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,খবর পেয়ে রাতেই আমরা ঘটনা স্থলে ছুটে যাই। এই ঘটনায় পারভেজ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে ।
সম্পাদক ও প্রকাশক: মিহির কুমার দেব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: নাসিরনগর থানা রোড, ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল : ০১৭২৫-১০১১১১ । ওয়েব:nasirnagarerkhobor.com