মিহির দেব,ব্রাহ্মণবাড়িয়া ঃ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্ৰামের ০৮ নং ওয়ার্ড এলাকায় বিকেল ০৪টা থেকে টানা দুই ঘণ্টা এ সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নিহতও ২০ জন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ১ আহত অনেকেই এ সংঘর্ষে নিহত সাবেক মেম্বার জিতু মিয়া মারা যায়,পরে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন ঢাকা যাওয়ার পথে রাস্তায় মারা যান জিতু মিয়া।
ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্ৰামের ৮ নং ওয়ার্ডের জিতু মেম্বারের গোষ্ঠী ও রমজান মেম্বার গোষ্ঠী উত্তেজিত হয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সম্পাদক ও প্রকাশক: মিহির কুমার দেব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: নাসিরনগর থানা রোড, ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল : ০১৭২৫-১০১১১১ । ওয়েব:nasirnagarerkhobor.com