মিহির দেব ব্রাহ্মণবাড়িয়া ঃ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের ছেলু মিয়া ডাকাতকে গ্রেপ্তার করেন।
রোজ শুক্রবার ১৪/০৩/২৫ ইং তারিখ মাননীয় পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব তপন সরকার মহোদয়ের তত্বাবধানে, অফিসার ইনচার্জ নাসিরনগর থানা জনাব খাইরুল আলম সাহেবের নেতৃত্বে এস.আই কামাল হোসেন, এস.আই সুনীল চন্দ্র, এ.এস.আই সুজন কুমার সাহা সঙ্গীয় ফোর্স সহ দাঁতমন্ডল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার ছেলু মিয়া (৪৫), পিতা- মৃত ছিফাত আলী, তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা, ১টি দস্যুতা মামলা, ৩টি চুরি
মামলা রয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ জনাব খাইরুল আলম বলেন তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।