শিরোনাম :
ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার নাসিরনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ এনসিপির উঠান বৈঠকে বক্তব্য নিয়ে অসন্তোষ ওমরাহ পালনের উদ্যেশ্যে গমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাপড় বিক্রেতা হত্যা মামলায় নবীনগরের যুবলীগ নেতা মেহেদী হাসান ঢাকাই গ্রেপ্তার । নাসিরনগর সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন নাসিরনগর উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যুবদলের শামীম তার লাগাম টানা কঠিন, ব্যবসায়ীরা অতিষ্ঠ থানায় সাধারণ ডায়েরি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

পেশাগত অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার । ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির

প্রতিনিধির নাম / ৪৯০ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া ঃ পেশাগত অধিকার আদায়ে নিরলস ও স্বার্থহীনভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত কমিটির পরিচিত সভা উপলক্ষে আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকরা সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। সাংবাদিকদের প্রতি যেন সাধারন মানুষের আস্থা ঠিক থাকে সে বিষয়ে সবাই একসঙ্গে কাজ করার কথাও বলা হয়।

পরিচিতি সভায় নব-নির্বাচিত সভাপতি দীপক চৌধুরী বাপ্পী ও সাধারন সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকার কথা ব্যক্ত করেন। পাশাপাশি আগামী তিন বছর নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তারা।

পরিচিতি সভার সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মাহবুব খান বাবুল জাানান, সাতটি পদের মধ্যে দুইটিতে একাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়। তবে পরে একজন করে ফরম রেখে বাকিরা প্রত্যাহার করে নেন। যে কারণে সাত পদের সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে ঘোষণা করেন তিনি। নির্বাচিতরা হলেন,সভাপতি দীপক চৌধুরী বাপ্পী,সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, অর্থ সম্পাদক খাইরুল কবির,কার্যকরী সদস্য এম এ আউয়াল ও সামিউল আহমেদ।

পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।সহকারী কমিশনার শাহজাহান সাজুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সাহিত্য একাডেমির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য কবি জয়দুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো: মোশাররফ হোসেন বেলাল।

শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য শফিকুর রহমান, আশেক এমরান, সঞ্জয় সাহা,জুটন বনিক,জিয়াদুল হক।

বক্তারা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন গঠিত হওয়ার পর থেকে সাংবাদিকদের দাবি আদায়ে কাজ করে যাচ্ছে। নতুন এ কমিটির মাধ্যমে কাজের গতি আরো বাড়বে বলে আমরা আশা করি।


এ জাতীয় আরো সংবাদ