শিরোনাম :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

সরাইলে যুবদলের স্বেচ্চাশ্রমে ভাঙ্গা রাস্তা মেরামত।

প্রতিনিধির নাম / ৭১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নারায়ন চক্রবর্ত্তী সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে সেচ্ছাশ্রম ও নিজ অর্থায়নে রাস্তা সংস্কার ও মেরামত করা হয়েছে। গত বুধবার নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক মোর্শেদ জামান জালাল এর নেতৃত্বে অন্যান্য যুবদল কর্মীদের নিয়ে কালিকচ্ছ হইতে বাড়িউরা রাস্তাটি সংস্কার ও মেরামত করা হয়েছে।

এ বিষয়ে নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক মোর্শেদ জামান জালাল বলেন, কালীকচ্ছ থেকে বাড়িউড়া পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বিভিন্ন খানাখন্দ ও গর্ত ভরা। যারবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় জনগণের ভোগান্তি ছিল। রাস্তাটি বেহাল দশায় থাকায় উক্ত রাস্তাটি নোয়াগাঁও ইউনিয়নের যুবদলের সেচ্ছাশ্রম ও নিজ অর্থায়নে সংস্কার করা হচ্ছে।
এ সময় উক্ত সেচ্ছাশ্রম ও সংস্কার কাজে অংশ গ্রহন করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সুমন খান, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রাহিম, যুগ্ম আহবায়ক শেখ মিনহাজ উদ্দিন রাহিম, ইউনিয়ন যুবদল নেতা জাকির মোতাঈদ, যুবদল নেতা ফারুক মিয়া, যুবদল নেতা আব্দুল আওয়াল, যুবদল নেতা মোহাম্মদ শফিক মিয়া সহ আরো অনেক নেতা কর্মী।
উক্ত সেচ্ছাশ্রম ও সংস্কার কাজের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া প্রার্থনা করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক জনাব মোর্শেদ জামান জালাল ।


এ জাতীয় আরো সংবাদ