মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া ঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে নাসিরনগর শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,
ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ আমিনুল হোসেন চকদার সহ কোষাধক্ষ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন ।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ সভাপতি হাজী শাহ নেওয়াজ চৌধুরী,
উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (সিরাজ)।
আহবায়ক কমিটি সদস্য মো: আব্দুল মতিন, আহবায়ক কমিটি সদস্য মোঃ সাদিকুর রহমান,আহবায়ক কমিটি সদস্য, মো: আজিজ মিয়া, আহবায়ক কমিটি সদস্য মো: শেখ হুসাইন, আহবায়ক কমিটি সদস্য জুয়েল রানা প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন তালুকদার।