শিরোনাম :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

হরিপুর ইউনিয়নে জুয়ার আসর থেকে ৭ জনকে গ্রেপ্তার।

প্রতিনিধির নাম / ২৪৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে , নাসিরনগর পুলিশ এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আড়াইটার দিকে নাসিরনগর থানার এসআই প্রীয়তোষ চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্সসহ হরিপুর ইউনিয়নের সরকারপাড়ায় অভিযান চালান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর সরকার পাড়ার নাসির মিয়ার বাড়ির উঠানে জুয়া খেলার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নাসির মিয়া (৪৫), জাহার মিয়া (৫২), সাদ্দম হোসেন (৩০), ইউনুস মিয়া (৫৪), সেতু মিয়া (৪৫), ফুল মিয়া (৪৫) ও সোহেল (৪৫)। তাদের সকলের বাড়ি হরিপুর সরকারপাড়া এলাকায়,অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস কার্ড ও নগদ ১০ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ১০০০ টাকার ৩টি, ৫০০ টাকার ১১টি, ২০০ টাকার ৩টি, ১০০ টাকার ১০টি, ৫০ টাকার ৪টি ও ১০ টাকার ৫টি নোট।

এ ঘটনায় নাসিরনগর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা (নং-১১, তারিখ ১৯/০৮/২০২৫) রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই মোবারক আলী পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে ।


এ জাতীয় আরো সংবাদ