মিহির দেব ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সভাপতি ও সম্পাদক কে আগামী ১০(দশ) কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর ২৩ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এডঃ লোকমান হোসেন ও সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে জানানো হয় বিগত ২৭ ডিসেম্বর ২০২৩ সালের সোমবার নাসিরনগর উপজেলা’র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে নির্মল চৌধুরী সভাপতি,ও সাখাওয়াত হোসেন সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
তাদেরকে ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে জেলা কমিটির কাছে জমা দিয়ে অনুমোদন নেয়ার কথা বলা হয়।
কিন্তু তারা বিভিন্ন সময় নানান অযুহাত দেখিয়ে অদ্যাবধি কোন কমিটি জমা দিতে পারেননি। কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের নির্দেশে প্রতিটি ইউনিয়নে সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বলা হয়। তারা বিভিন্ন অযুহাতে কেন্দ্রীয় নির্দেশ কে উপেক্ষা করে সংগঠনের শৃংখলা বিরোধী কাজ করেছেন।
তার পরিপ্রেক্ষিতে নাসিরনগর উপজেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামী ১০(দশ) কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হলো।