মিহির কুমার দেব,ব্রাহ্মণবাড়িয়া :গত বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি পরিচালনা কমিটি গটনকল্পে এক সভায় ২৩ জনকে উপদেষ্টা করে মাজার পরিচালনা কার্যকরী কমিটি গঠন করা হয়।
দয়াল বাবা আব্দুল্লা শাহের মাজারের ১২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ নিয়ামত উল্লাহ সভাপতি ও মোঃ নজরুল ইসলাম ভূইয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সিনিয়ার সহসভাপতি পূর্বভাগ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আক্তার মিয়া, শামসুল কিবরিয়া হাকিম রাজা, সফিকুর রহমান, আলাউদ্দিন, আমিনুল রহমান, ইয়ামিন, খায়রুজ্জামান ফারুককে সহ-সভাপতি।
সহ সাধারণ সম্পাদক দূ্র্বাজ মিয়া, গোলাম মোহাম্মদ সেলিমকে যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট আশিকুর রহমানকে কোষাধ্যক্ষ,অলি মেম্বার,সহকোষাধ্যক্ষ আমির হোসেন।
উপ-মহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন। ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলামের সুযোগ্য সাহেবজাদা। মজ্জুম দয়াল বাবা আব্দুল্লা শাহের মাজারের ১২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে মোঃ নিয়ামত উল্লাহ নিয়ামকে সভাপতি ও মোঃ নজরুল ইসলাম ভূইয়া বিল্লালকে সাধারণ সম্পাদক করা হয়।
২ফেব্রুয়ারী ২০২৪ তারিখ রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বড়ধলিয়া গ্রামের মাজার প্রাঙ্গনে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে,সাবেক সভাপতি হাজী মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে ও গোলাম মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।আলোচনা সভায় সর্বদিক বিশ্লেশ শেষে সর্ব সম্মতিক্রমে এ কমিটি ঘোষনা করা হলে উপস্থিত জনতা নতুন সভাপতি সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেয়।