ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে আজ
৯নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের আয়োজনে DSRM (জেলা সিনিয়র রোভার মেট) ওয়ার্কশপ ও প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইকবাল হোসেন মৃধা, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার এবং অধ্যক্ষ, আবদুস সাত্তার ডিগ্রি কলেজ,সরাইল,ব্রাহ্মণবাড়িয়া।
ওয়ার্কশপ পরিচালনা করেন স্কাউটার অলি আহাদ রতন, জেলা রোভার স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার। প্রশিক্ষক হিসেবে ছিলেন স্কাউটার মোহাম্মদ ছায়েদুর রহমান, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার; স্কাউটার মো. লিমন মিয়া, সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার; এবং স্কাউটার আশরাফুল ইসলাম হাজারী, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। এছাড়া, উপস্থিত ছিলেন সাবেক জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি জনাব আমজাদ খান এবং বর্তমান জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধিরা মো. শরিফ মিয়া ও রোকসানা রহমান।
ওয়ার্কশপটি জেলা রোভার সদস্যদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধিতে এবং কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়।