জেলা প্রতিনিধি সঞ্জীব ভট্টাচার্য্য ঃগতকাল শনিবার ২৬ শে এপ্রিল
সকাল ১১ টায় বিএএসি (BAAC) দ্বিতীয় তলায় ,বাংলাদেশ প্লাজা, ১১৮৪ বার্নসাইড এভিনিউ, ইস্ট হার্টফোর্ড, কানেকটিকাটর যুক্তরাষ্ট্রে
বাংলাদেশী আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর উদ্যোগে এবং বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায়, কানেকটিকাটের ইস্ট হার্টফোর্ডের বাংলাদেশ প্লাজায় দিনব্যাপী কনসুলেট সেবা অনুষ্ঠিত হয়।
প্রবাসী বাংলাদেশিরা সারাদিনব্যাপী আনন্দঘন পরিবেশে মিলেমিশে এই সেবা গ্রহণ করেন। নিকটস্থ কনসুলেট সেবা পেয়ে সবাই খুবই আনন্দিত হন। কানেকটিকাটের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী ভাই ও বোনেরা এই সেবা গ্রহণের সুযোগ নেন।
নিউইয়র্ক বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা সাধারণ মানুষের কল্যাণে আন্তরিকভাবে সেবা প্রদান করায়, উপস্থিত সবাই তাঁদের প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ ধন্যবাদ জানানো হয় বাক-এর সভাপতি, সাধারণ সম্পাদক, সম্মানিত উপদেষ্টা, বর্তমান ও সাবেক কার্যকরী কমিটির সকল সদস্য এবং সম্মানিত সাধারণ সদস্য ভাই ও বোনদের।
🇺🇸🇧🇩 আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।