শিরোনাম :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

যুবদলের শামীম তার লাগাম টানা কঠিন, ব্যবসায়ীরা অতিষ্ঠ থানায় সাধারণ ডায়েরি

প্রতিনিধির নাম / ৭৪ বার
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সোহরাব শ্রীপুর আঞ্চলিক প্রতিনিধি ঃঅদ্য ২৫ অক্টোবর ২৫ ইং পৌর যুবদলের শ্রীপুরের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম এর লাগামহীন কুকীর্তি ,চাঁদা না দিলে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে মানুষকে হয়রানি করাই , যেন নিয়মে পরিণত হয়েছে।কোনভাবেই তার লাগাম টানা যাচ্ছে, তার বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নাম্বার ১৬২১ শ্রীপুরের মানবিক মানুষ খেত

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গীর কাছে অনেকবার চাঁদা দাবি করেন তিনি অস্বীকৃত জানালেন, ফেসবুকে অশালীন মন্তব্য দিয়ে মানহানির চেষ্টা করেন। এই ব্যক্তির নামে
গত ৪ জুন ২৫ ইং শ্রীপুর পৌর এলাকার
যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাম ভাঙ্গানো নেতা শামীমের বিরুদ্ধে, চাঁদাবাজির একটি অভিযোগ শ্রীপুর থানায় দাখিল হয়, দাখিলকারি একজন ব্যবসায়ী তিনি দীর্ঘ সময় সফটেক্স নামক কোম্পানি থেকে অব্যবহৃত মালামাল, নেয়ার জন্য বৈধভাবে একটি কার্যাদেশ এবং অর্থ ডিপোজিটের এর মাধ্যমে প্রতিনিয়ত কোম্পানির পুরাতন মালামাল কেনার ওয়ার্ক অর্ডার প্রাপ্ত হন।
কিন্তু বিভিন্ন সময় মালামাল
বের করার জন্য মা এন্টারপ্রাইজ নামক,
এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গির কাছ থেকে হুমকি এবং চাঁদা দাবি করে আসেন , শামীম বলেন আমি বিএনপি’র তেগী নেতা, এখন আমাদের সময়, আমাকে অনেক টাকা দিয়ে দলের সাপোর্ট দিতে হয়, এবং দলের দুর্দিনের জন্য, অনেক খরচ করতে হয়েছে, তাই এখন ,টাকা তোদের কাছ থেকেই আদায় করে, ব্যবসা বৃদ্ধি করতে হবে, আমি কারোর দয়া দিয়ে বিএনপি’র এই অবস্থায় আসেনি , অর্থের জুড়ে এসেছি ,তাই টাকা তো আমাকে তুলতেই হবে। আগামীতে আর বড় পদ প্রত্যাশী আমি , অনেক খরচ—–
আমাদের সংবাদতা, এই শামীম সম্পর্কে
তথ্য ও অনুসন্ধা করতে গিয়ে দেখা যায় যে, সে গ্রামের বিভিন্ন নিম্ন অর্থ আয়কারী, মহিলাদেরকে, বলেন আমি তোমাদের
এনজিও থেকে বিশাল লোন করে দেব বলে শত শত মহিলার কাছ থেকে অর্থ নিয়েছে, এই ব্যাপারে এলাকার জনগণ
একটি অভিযোগ অনেক আগেই থানায়
দেয়ার চেষ্টা করেন, কিন্তু তার রক্তচক্ষু
উপেক্ষা করে জনগণ সেই নেতার ব্যাপারে কিছু বলেনি। তারা বলেন আমরা যদি কোন কিছু বলি তাহলে আমাদেরকে আওয়ামী দোসর বলে জেল খাটাবে।
এই ভয়ে সাধারণ জনগণ এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদকের গডফাদারদের মদত দাতা, শামীম–। সরকার পরিবর্তনের এই অল্প সময়েই
বিএনপি’র একজন বড় নেতার সহযোগিতায় এই কাজ করার দুঃসাহস দেখাচ্ছে অকপটে।
“মা এন্টারপ্রাইজ” এর প্রোপাইটার আলহাজ্ব জায়েদুল কবির ভাঙ্গি একজন সুপরিচিত সমাজসেবক। তিনি নিজস্ব অর্থায়নে গঠন করেছেন ‘নোয়াব-খাদিজা ট্রাস্ট’। উক্ত ট্রাস্টের অধীনে একটি মাদ্রাসা, একটি মসজিদ, একটি ঈদগাহ মাঠ এবং একটি দাতব্য চিকিৎসালয়ের নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে।
এসব সমাজসেবামূলক কর্ম কান্ড কে
এলাকার মানুষের উপাসনা, এতিমদের পুনর্বাসন সহ শ্রীপুরের বিভিন্ন এলাকার
অনাথ শিশু সহ, মানুষ স্বস্তি পাচ্ছেন এই বড় মানসিকতার ব্যক্তির জন্য ।
অথচ এই ব্যক্তির পিছু ছাড়ছেনা
শামীম ও তার পালিত বাহিনীর
চিহ্নিত সন্ত্রাসীরা। তার বিষয়ে
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বলে জানা যায় যে, আমরা একটি অভিযোগ শামীমের বিরুদ্ধে পেয়েছি, এ বিষয়ে তদন্ত চলছে আমরা যথাসময়েই
এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

এখন দেখার বিষয়, প্রশাসন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক মহল কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে এই ঘটনার সুষ্ঠু নিষ্পত্তিতে।


এ জাতীয় আরো সংবাদ