মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন লক্ষ্মীপুর বাজার সংলগ্ন ১৭ই মার্চ ২০২৪ তারিখে বিকাল আনুমানিক ৪টার সময় লক্ষ্মীপুর বাজার সংলগ্ন রাস্তার পাশের জমি থেকে অবৈধভাবে ড্রেজার দ্বারা মাটি উত্তোলনরত অবস্থায় ৩ জন ব্যক্তিকে সঙ্গীয় ফোর্স দ্বারা আটক করা হয়।তারা হলেন লক্ষীপুর গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে মোঃ সরাজ মিয়া (৬০,)এমদাদুল মিয়া( ৫০) ও মনির মিয়া ( ৪০)। অবৈধভাবে ড্রেজার দ্বারা মাটি উত্তোলন করায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘনের ১৫(১) ধারায় আসামী মো: সরাজ মিয়া (৬০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপর দুজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিষ্টেট মোঃ মোনাব্বর হোসেন।