মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া ঃ জেলায় মোট ৫২০ টি মন্দিরে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সর্বোচ্চ ১২৭ টি মন্দিরে পূজার পূজা হয়েছে,
সরাইল পূজা মন্ডপ ৪২ টি, আশুগঞ্জ পূজা মন্ডপ ১৩ টি, ব্রাহ্মণবাড়িয়া সদর পূজা মণ্ডপ ৭৬টি, বিজয়নগর পূজা মন্ডপ ৪৪টি ,আখাউড়া পূজা মন্ডপ ২৪টি ,কসবা পূজা মন্ডপ ৪১টি, নবীনগর পূজা মন্ডপ ১১৪ টি, বাঞ্ছারামপুর পুজা মন্ডপ ৩৯ টি, মন্দিরে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, প্রতিবছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়া জেলা ৫২০টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়ছে। শারদীয় দুর্গা উৎসব ঘিরে ব্রাহ্মণবাড়িয়া জেলার দর্শণার্থীদের চোখে পড়ার মতো।
শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে দেখা যায় প্রতিটি পূজা মন্ডপে প্রচুর লোকের সমাগম, পূজা পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের লোকদের পূজা পরিদর্শন করতে দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা মন্ডপে বসানো হচ্ছে সিসি ক্যামেরা।
বিভিন্ন উপজেলার মোট ২২টি স্থায়ী মন্দিরে দূর্গা মায়ের প্রতিমা বিসর্জন দেওয়া হবে না।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া সভাপতি আদেশ চন্দ্র দেব বলেন, অনেক উপজেলার পূজা মন্ডপে পরিদর্শন করে এসেছি, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে , আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় ও উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকলের সহযোগিতায় কারণেই শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে শারদীয় দুর্গোৎসব, আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন।