ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কতিপয় ব্যাক্তি কম্পিউটার টাইপের মাধ্যমে ২০০/৩০০ বা তার অধিক ব্যক্তির নাম উল্লেখ পূর্বক মামলার অভিযোগ/এজাহার লিখিয়া তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করিয়া ভয়ভীতি দেখাচ্ছে। মামলায় তাদের নাম ডুকিয়ে দেওয়া ও মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলিয়া টাকা-পয়সা আদায় সহ জনমনে আতঙ্ক ছড়াচ্ছে।
এইরূপ এজাহার বা অভিযোগ দেখিয়া কেউ আতঙ্কিত হয়ে বা ভয়ে কোন প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না। প্রতারক চক্র বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এজাহারে/অভিযোগে ভিন্ন ভিন্ন নাম লিখিয়া মামলার ভয় ভীতি দেখাইয়া টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে মর্মে বিভিন্ন সূত্র থেকে জানা যাইতেছে। উত্তরূপ কোন এজাহার বা অভিযোগ দেখাইলে আতঙ্কিত না হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
থানায় কোন এজাহার বা অভিযোগ দায়ের হইলে, মামলা রুজু হইলে প্রতি পাতায় পাতায় স্বাক্ষর এবং সীল থাকে। স্বাক্ষর এবং সীল ব্যতীত অভিযোগ/এজাহার গ্রহণ যোগ্য নহে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অভিযোগ/এজাহার প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। প্রতারকদের বিষয়ে তথ্য দিতে যোগাযোগ করুনঃ- ০১৩২০-১১৪৯৮১ (অফিসার ইনচার্জ, সদর মডেল থানা), ০১৩২০-১১৪৯৮৬ (ডিউটি অফিসার)।
মোহাম্মদ মোজাফফর হোসেন অফিসার ইনচার্জ
সদর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া।