মিহির দেব ব্রাহ্মণবাড়িয়া ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের দুর্ধর্ষ ডাকাত সুজন মিয়া (৩১), পিতা- নুর আলী (নাসিরুল)কে গ্রেপ্তার করা হয়েছে।
নাসির নগর থানা পুলিশের অভিযান পরিচালনা করেন ,এসআই নূরে আলম,এসআই,শফিকুল ইসলাম, এএসআই ,মোহাম্মদ হোসেন,এএসআই ,নাজমুল হাসান সহ অদ্য ৩/১২/২০২৪ইং রাত অনুমান ০২.০০ ঘটিকায় ০৪ টি ডাকাতি মামলা ও ০১টি চুরি, মাদক মামলা ০১ টি ও হত্যাচেষ্টা মামলা-০২সহ মোট ০৮ টি রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম ।