শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া সরাইল জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত শতাধিক শসা চুরির জেরে রাতে বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ভোরে সংঘর্ষ, আহত ২০ শ্রীপুরে চাঁদাবাজির অভিযোগে আলোচনায় পৌর বিএনপি নেতা শামীম পেশাগত অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার । ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শ্রীপুরের পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম রাজনৈতিক পরিচয় ভাঙ্গিয়ে চাঁদা দাবি——– মাদক ও সন্ত্রাস এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি অফিসার ইনচার্জ শ্রীপুর সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল রিপনের ঈদ সালামিতে হাসি ফুটেছে ফ্যাসিষ্ট সরকারের পালিয়ে থাকা শতশত নেতাকর্মীর। চাতলপাড় নদী ভাঙ্গন আতঙ্কে স্থানীয় প্রশাসনের পরিদর্শন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটর সেবা প্রদান——- নাসিরনগরে বিনিময় প্রথার ঐতিহ্যবাহী শুঁটকি মেলা ।
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

শ্রীপুরের পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম রাজনৈতিক পরিচয় ভাঙ্গিয়ে চাঁদা দাবি——–

প্রতিনিধির নাম / ৩৪ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

সঞ্জিব ভট্টাচার্য, প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ঃআজকে দুপুরে শ্রীপুর থানার ভাংনাহাটি নাম স্থানে, সফটেক্স নামীয় একটি প্রতিষ্ঠানের পুরাতন মালামাল “মা” এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অনুকূলে কার্যাদেশ দেশ থাকায় কিনতে গেলে, শামীম পৌর যুবদলের যুগ্ম আহবায়কের নেতৃত্বে
বকাটে ছেলেপেলে দিয়ে, লাঞ্ছিত করার চেষ্টা করেন, এবং তিনি বলেন গত ১৭ বছর বিএনপি করে কিছুই পাইনি ।
এখন উপযুক্ত সময় , এই অঞ্চলেযে প্রতিষ্ঠান ব্যবসা করতে আসবে, আমাদের চাঁদা না দিয়ে ব্যবসা করতে
পারবেনা । আমাদের প্রতিবেদক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম কে প্রশ্ন করে আপনার কাজের কোন কার্যাদেশ আছে কি,আপনি এভাবে বাধা দিতে পারেন কিনা, তখন তিনি প্রতি উত্তরে বলেন, এখানে ব্যবসা করলে আমাকে চাঁদ দিয়েই ব্যবসা করতে হবে। এবং এই এলাকার দায়িত্ব আমাকে বড় ভাইরা দিয়েছে তাই এখানে যা হবে আমার অনুমতি সাপেক্ষেই হবে, মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কে গণমাধ্যম
কর্মীদের উপস্থিতিতেই চোখ রাঙানো সহ ,
তার শ্রমিকদের হুমকি প্রদান করে আসছিল, এবং এদের বলে তোরা দ্রুত স্থান ত্যাগ কর না হলে হাসপাতালে যেতে হবে , বিএনপির এই নেতা বলেন আমার কথাই শেষ কথা, উপস্থিত জনতা দের সামনে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন বিএনপির এই নেতা——–।


এ জাতীয় আরো সংবাদ